কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় হস্তান্তর করে। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর একটি দল কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। শুক্রবার বিকালে তাকে আদালতে নেওয়া হলে আমিন নামঞ্জুর করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
কুমিল্লা সদর উপজেলা সেনা ক্যাপ-১ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কবির শিকদার আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া শনিবার (১৮ জানুয়ারি) আওয়ামী লীগ ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের রাজনীতির বাইরে একজন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে কবির শিকদারের পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। ক্যারিয়ারে কুমিল্লা জেলা ব্যাডমিন্টনের পুরুষ এককে ১৮ বার চ্যাম্পিয়ন হন কবির শিকদার। এছাড়া ১৯৮৫-২০০২ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের শাটলার।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম