কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা শহরতলীর চাঁনপুর এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে থানার এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা শহরতলীর পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকার জনৈক কামালের বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলা গাছের ঝোঁপের নিচ থেকে ৫১টি পোটলায় ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী নুরে আলমকে গ্রেফতার করা হয়। মানুষের উপস্থিতিতে গ্রেফতার নুরে আলমের সঙ্গী মো. বিপ্লব পালিয়ে যায়।
গ্রেফতার নুরে আলম চাঁনপুর উত্তর পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম