শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনে আধুনিক তথ্য অনুসন্ধান কেন্দ্র ও নারী বিশ্রামাগার উদ্বোধন

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৭১ দেখা হয়েছে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ভবনে আধুনিক তথ্য অনুসন্ধান কেন্দ্র এবং নারী সেবাগ্রহীতাদের জন্য বিশ্রামাগার ও মাতৃদুগ্ধপান কক্ষ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (২ জুলাই) বেলা বারোটায় শিক্ষা বোর্ড ভবনের নিচতলায় এটির উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।

 

শিক্ষাবোর্ড ভবনের নিচতলায় অত্যাধুনিকভাবে সংস্কার করা তথ্য অনুসন্ধান কেন্দ্র এবং এরই পাশে বোর্ডের কাজে আসা নারী সেবাগ্রহীতাদের জন্য নান্দনিক বিশ্রামাগার, আধুনিক শৌচাগার ও শিশুর মাতৃদুগ্ধপানের সুবিধা সম্বলিত কক্ষের উদ্বোধনকালে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, শিক্ষাবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ছুটির দিন ছাড়া প্রতিদিনই অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শিক্ষা সংশ্লিষ্ট কাজে সেবা নিতে আসেন। আমরা উন্নত সেবার মান নিশ্চিত ও সকল রকম হয়রানি বন্ধে অত্যাধুনিক তথ্য অনুসন্ধান কেন্দ্র চালু করেছি। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রী এবং নারী অভিভাবক হিসেবে যারা শিক্ষাবোর্ডে বিভিন্ন কাজে সেবা নিতে আসেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন এবং কোলের শিশুর মাতৃদুগ্ধপানে যাতে অসুবিধা বোধ না করেন এজন্য ব্রেস্টফিডিং রুম করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনজন কর্মকর্তা কর্মচারী সম্প্রতি শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন উল্লেখ করে প্রফেসর জামাল নাছের বলেন কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীল হওয়া মানেই সেবাগ্রহীতাদের সন্তুষ্টি করা। এখানকার সব কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় সহজেই মিলছে সেবা।এরপরও আমরা চাই সেবা গ্রহীতারা যাতে সহজেই সকল তথ্য সংগ্রহ ও সেবা গ্রহণ করতে পারেন।এজন্য বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজাহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ ছানাউল্লাহ, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ-সচিব (একাডেমিক) মোহাম্মদ শাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম অ্যানালিস্ট সুব্রত মিশ্র, সহকারী প্রোগ্রামার সুমন রায়, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, মো মামুনুর রশিদ, সহকারী সচিব দেব দুলাল দত্ত, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. গোলাম জিলানী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. ইমাম হোসেন, সহকারী মূল্যায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডাটাএন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো. আরিব হোসেন ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

Last Updated on July 2, 2023 10:49 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102