কুমিল্লা আদর্শ সদর উপজেলার আরন্যপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে মো. ফেরদৌস আলম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর অভিযান সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর আদর্শ সদর আর্মি ক্যাম্প (২৩ বীর) অভিযানে নামে।
অরন্যপুর এলাকায় ওই অভিযানে ফেরদৌস আলমের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০টি দেশীয় অস্ত্র, হ্যান্ড বোমা তৈরির ১২টি সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় বাংলাদেশী ও ভারতীয় মুদ্রা এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Last Updated on June 29, 2025 9:07 pm by প্রতি সময়