কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের রেইসকোর্স এলাকায় বাস প্রতীকের প্রচারণাকালে ঘড়ি প্রতীকের কর্মীদের ওপর হামলা ও আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ।
মঙ্গলবার ( ৫ মার্চ ) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর জাভেদ অভিযোগ করে বলেন, গতকাল সোমবার বিকাল বেলায় আমি আমার ওয়ার্ডের পুরুষ ও মহিলা নেতা-কর্মীদের নিয়ে এলাকায় বাস প্রতীকের প্রচারণা চালাই। বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে রেইসকোর্স এলাকার পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জনৈক ইমরুলের বাসার সামনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ঘড়ি প্রতীকের শতাধিক কর্মী একত্রিত হয়ে বাস প্রতীকের কর্মীদের উপর হামলা চালায়। এলোপাথারী ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাস প্রতীকের কর্মী শাহীনুর রহমান, মোঃ কামরুল ইসলাম আহত হয়। আমি আমাদের কর্মীদের রক্ষা করার চেষ্টা করিলে আমাকেও তারা আক্রমণ করে। এ ঘটনায় গতকাল সোমবার রাতেই আমি বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছি।
তিনি বলেন, কুমিল্লা নগরজুড়ে ডা. তাহসীন বাহার সূচীর বাস প্রতীকের গণজোয়ার দেখে ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে এসব নিন্দনীয় ঘটনা ঘটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, মহিলা কাউন্সিলর কাউসারা বেগম সুমী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম