কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের নিপুন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় দ্রুত সময়ে আসামি গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার ও মামলার রহস্য উদঘাটনে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন পুরস্কৃত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) কুমিল্লা পুলিশ লাইন্স শহিদ আরআই আব্দুল হালিম মিলনায়তনের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের হাতে বিশেষ পুরষ্কারটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনে থুআই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুস চন্দ্র দাস প্রমুখ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুল বারী ইবনে জলিল বলেন, গত ১১ জুন নিপুন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনার ১১ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় তার কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম