বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য : আবদুল্লাহ মো. তাহের গবেষণা কর্মকর্তা পদে একই কার্যালয়ে ১০ বছর বহাল তবিয়তে চান্দিনায় দুই এনজিও কর্মীকে নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায় আদালতে হাজিরা দিতে এসে ক্ষুব্ধ আইনজীবীদের কিল ঘুষির শিকার কুমিল্লা বারের সাবেক সেক্রেটারি  ঈমান ও আক্বিদা পরিশুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না : রাজাপুরা পীর ছাহেব ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে কুমিল্লা ট্রমা হাসপাতাল ভাংচুর কুমিল্লায় গণঅধিকার পরিষদের ইফতার ও আলোচনা সভা মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয় : আজকের জীবন সম্পাদক  কমডেকায় অংশগ্রহণকারী কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের মাঝে সনদ বিতরণ প্রশাসনের নজরদারিতেও কুমিল্লায় দৌরাত্ম্য থামছে না ফসলি জমির মাটি খেকোদের  ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত

গবেষণা কর্মকর্তা পদে একই কার্যালয়ে ১০ বছর বহাল তবিয়তে

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪ দেখা হয়েছে

স্বৈরাচারি আওয়ামী লীগ সরকারের পতনের সাত মাস অতিবাহিত হলেও কুমিল্লার বেশকটি সরকারি প্রতিষ্ঠানে দলটির দোসর ও ক্ষমতার অপব্যবহারকারি কর্মকর্তারা বহাল তবিয়তে রয়েছেন। এরমধ্যে কুমিল্লা শিক্ষা অফিসের আঞ্চলিক কার্যালয়ে টানা ১০ বছর ধরে বহাল তবিয়তে রয়েছেন রওশন জাহান নামের এক আওয়ামীপন্থী গবেষণা কর্মকর্তা।

 

রওশন জাহানের পিতা প্রয়াত মো. সিদ্দিকুর রহমানও নরসিংদীর নিজ এলাকায় আওয়ামী লীগের নেতা ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের আঞ্চলিক কার্যালয়ে মাত্র এক বছর থাকার পর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ২০১৫ সালে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে গবেষণা কর্মকতা পদে যোগদান করেন রওশন জাহান। কুমিল্লায় বদলী হয় আসার পর নিজেকে আওয়ামী পরিবারের লোক হিসেবে জাহির করে সখ্যতা ও ঘনিষ্ঠতা গড়ে তুলেন বর্তমানে আত্মগোপনে থাকা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের প্রথম সারির নেতাদের সঙ্গে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৪ সালে ৬ বার ভারত ভ্রমন, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২ বার নেপাল ভ্রমন এবং ২০১৯ সালে ১ বার চীন ভ্রমন করেন। তার এই ভ্রমণ নিয়েও অনেকেই সন্দেহ পোষণ করেছেন।

 

এদিকে গবেষণা কর্মকর্তা রওশন জাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রজেক্টের কাজের চেয়ে আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে বেশি ব্যস্ত থাকতেন।স্কুলগুলোতে ভিজিটে গিয়ে আওয়ামী বিরোধী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতেন। কথায় কথায় নগর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নাম মুখে নিয়ে উচ্চবাচ্য করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষকই গবেষণা কর্মকর্তা রওশন জাহানের অপসারণের দাবি জানিয়েছেন।

 

অপরদিকে সরকারি চাকরি বদলির আদেশ আইনের ৭ এর ক ধারায় বলা আছে- সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা/দপ্তর/পরিদপ্তর এবং অন্যান্য বদলীযোগ্য কর্মকর্তা যারা একই স্থানে/একই পদে তিন বছরের অধিক সময় কর্মরত আছেন, তাদের অবিলম্বে বদলি করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এই আদেশের আওতাভূক্ত নয়। (২২/৫/৮৩ইং তারিখের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত)।

রওশন জাহানের তিনবারের অধিক সময় বদলির সময় পার হলেও দীর্ঘ দশ বছর ধরে একই পদে একই অফিসে বহাল থাকায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।

 

কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ বলেন, ‘নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা তিন বছরের বেশি এক অফিসে একটানা চাকরি করতে পারেন না। সেখানে দীর্ঘ দশ বছর কীভাবে একজন কর্মকর্তা একই অফিসে থাকেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত।’

 

এবিষয়ে গবেষণা কর্মকর্তা রওশন জাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এখানকার আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার যেসব অভিযোগ আনা হয়েছে, এসব অভিযোগ সত্য নয়। আমার ব্যক্তিগত অনেক বিষয় আছে, যা আমার ঘনিষ্ঠজন ছাড়া জানার কথা নয়, এমন কেউ হয়তো এসব অভিযোগ তুলেছে। আমি আওয়ামী পরিবারের ঠিক আছে, তবে আমি টানা ১০ বছর এই কার্যালয়ে চাকুরি করছি আওয়ামী লীগের প্রভাব ছাড়াই। সরকারি চাকরি করলে সরকারি দলের অনেক কিছুই মানতে হয়, করতে হয়। আওয়ামী লীগের কোন লোকজনের সঙ্গে বর্তমানে আমার কোন যোগাযোগ নেই। কোন শিক্ষকের সঙ্গে আমি খারাপ আচরণ কখনো করিনি। এখন যদি আমাকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এমনকি সন্দ্বীপও বদলি করে আমি যেতে রাজি আছি, আমার কোন আপত্তি নাই।’

 

এবিষয়ে আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সফিকর রহমান বলেন, ‘আমি এই কার্যালয়ে দুই মাস হয়েছে যোগদান করেছি। রওশন জাহানের বিষয়ে এমন কিছু এখনও জানিনা। অনেকেই তো নিজের সুবিধার জন্য একই জায়গায় দীর্ঘসময় চাকরি করে থাকে। তিনি হয়তো এই কারণে রয়েছেন।’

Last Updated on March 18, 2025 11:55 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102