বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে রাজগঞ্জ, মোগলটুলিসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি র্যালি শুরুর নির্ধারিত সময়ের আগেই নগরীর ২৭টি ওয়ার্ড থেকে গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরাইলকে বয়কট করুন, ফিলিস্তিনের পক্ষে – বর্বরতার বিরুদ্ধে স্লোগান মুখে ইসরায়েল বিরোধী খন্ড খন্ড মিছিল কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ সময় মিছিলকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ডসহ ইসরায়েল বিরোধী ব্যানার প্রদর্শন করে।
সংহতি র্যালি শুরুর আগে প্রতিবাদ সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় যে নৃশংসতা সংঘটিত হয়েছে, বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ সংহতি র্যালি ও প্রতিবাদ সমাবেশ।
বিএনপির কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া সংহতি র্যালিতে নেতৃত্ব দেন । এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।