# ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের ডাক" />
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবাললী চত্বরে এসে শেষ হয়্ পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে হেফাজত নেতৃবৃন্দ।
হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম কাসেমী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান আশরাফী, মহানগর যুগ্ম সেক্রেটারি মুফতি মুজাম্মেল, মুফতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান, সহপ্রচার সম্পাদক হাফেজ মামুন, হাফেজ মাওলানা জহির বিন আব্দুস সাত্তার, মুফতি নাজিমুল ইসলাম মাওলানা জিয়াউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং ইসরায়েইলি ও ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান।
Last Updated on March 21, 2025 5:53 pm by প্রতি সময়