রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

গাজীপুরে সিকিউরিটি এজেন্সির ১৪ প্রতারক গ্রেফতার, ২৭ ভুক্তভোগী উদ্ধার

মো. দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০২ দেখা হয়েছে

অনলাইনে চাকুরির বিজ্ঞাপন দেখে গত মঙ্গলবার সাকিব হোসেন ও ফারজানা আক্তার নামের দুই তরুণ-তরুণী গাজীপুরে বেস্ট এ্যাকশন সিকিউরিটি এজেন্সিতে আসেন চাকুরীর প্রত্যাশায়। পরে ওই এজেন্সির লোকজন তাদেরকে আটকিয়ে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করে।

 

ভুক্তভোগী সাকিবের পরিবারের দেয়া এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মার্চ) রাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন হারিকেন এলাকায় বেস্ট এ্যাকশন সিকিউরিটি কোম্পানীতে অভিযান পরিচালনা করে সিকিউরিটি এজেন্সির প্রতারক চক্রের ১৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। একই সঙ্গে উচ্চ বেতনে ভাল কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ওই এজেন্সির অফিসে আটকে রাখা ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে র‌্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন, নীলফামারী জেলার জলঢাকার শফিকুল ইসলামের ছেলে আস্তাকুল আমিন আনাম (৩০), নীলফামারী সদরের শফিকুল ইসলামের ছেলে তৌফিক (২৪) রাজশাহী বাঘমারার রনিছার রহমানের ছেলে ইমরান হোসেন (১৯), নাটোর সিংড়ার আব্দুল আজিজের ছেলে জুনায়েদ (২১), ময়মনসিংহ ভালুকার রমজান আলীর ছেলে রনি আহমেদ (২১), একই উপজেলার হালিমুদ্দিন সরকারের ছেলে সালাউদ্দিন সরকার (২০), পাবনা ঈশ্বরদীর ছানোয়ার হোসেনের ছেলে জিসান হোসেন (২১), কিশোরগঞ্জ তাড়াইলের চানরায় মিয়ার ছেলে রায়হান (১৮), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানার ছেলে আতিক হাসান (১৯), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলামের ছেলে আজিজুল হাকিম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের শাহজাহান মিয়ার মেয়ে সম্পা আক্তার (২৪), শেরপুর সদরের সারোয়ার হোসেনের মেয়ে বিউটি খাতুন (২১), যশোর কোতয়ালীর আকতারুজ্জামানের মেয়ে বর্ষা খাতুন (১৯) এবং বরিশাল সদরের জহিরুল ইসলামের মেয়ে তাহসিন আক্তার মীম (২০)।

 

র‌্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান বলেন, বেস্ট এ্যাকশন সিকিউরিটি এজেন্সির একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে মঙ্গলবার (১৯ মার্চ) দুই জন চাকরি প্রত্যাশি। একজন সাকিব হোসেন। অপরজন তার পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি। তারা দুই জনেই তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাদের অফিসে ডাকেন। এর পরে তারা অফিসে গেলে তাদের কে চাকরি না দিয়ে উল্টো শারিরীক ও মানসিক নির্যাতন করেন। এছাড়া তাদের পরিবারের কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

 

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, পরে ওই ভুক্তভোগী সাকিবের বাবা ছেলেকে প্রতারক চক্রের বন্দিদশা থেকে উদ্ধার করার জন্য র‌্যাব-১ এর কাছে আইনী সহয়তা চান। পরে বুধবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব১, সিপিএসসি, গাজীপুর এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন রোডের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। ভিকটিম ওই দুই জন সাকিব ও ফারজানা ছাড়াও সর্বমোট ২৭ জন ভিকটিমকে প্রতারক চক্রের অফিসের বন্দিশালা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Last Updated on March 21, 2024 4:51 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102