অনলাইনে চাকুরির বিজ্ঞাপন দেখে গত মঙ্গলবার সাকিব হোসেন ও ফারজানা আক্তার নামের দুই তরুণ-তরুণী গাজীপুরে বেস্ট এ্যাকশন সিকিউরিটি এজেন্সিতে আসেন চাকুরীর প্রত্যাশায়। পরে ওই এজেন্সির লোকজন তাদেরকে আটকিয়ে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করে।
ভুক্তভোগী সাকিবের পরিবারের দেয়া এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মার্চ) রাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন হারিকেন এলাকায় বেস্ট এ্যাকশন সিকিউরিটি কোম্পানীতে অভিযান পরিচালনা করে সিকিউরিটি এজেন্সির প্রতারক চক্রের ১৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। একই সঙ্গে উচ্চ বেতনে ভাল কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ওই এজেন্সির অফিসে আটকে রাখা ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে র্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন, নীলফামারী জেলার জলঢাকার শফিকুল ইসলামের ছেলে আস্তাকুল আমিন আনাম (৩০), নীলফামারী সদরের শফিকুল ইসলামের ছেলে তৌফিক (২৪) রাজশাহী বাঘমারার রনিছার রহমানের ছেলে ইমরান হোসেন (১৯), নাটোর সিংড়ার আব্দুল আজিজের ছেলে জুনায়েদ (২১), ময়মনসিংহ ভালুকার রমজান আলীর ছেলে রনি আহমেদ (২১), একই উপজেলার হালিমুদ্দিন সরকারের ছেলে সালাউদ্দিন সরকার (২০), পাবনা ঈশ্বরদীর ছানোয়ার হোসেনের ছেলে জিসান হোসেন (২১), কিশোরগঞ্জ তাড়াইলের চানরায় মিয়ার ছেলে রায়হান (১৮), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানার ছেলে আতিক হাসান (১৯), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলামের ছেলে আজিজুল হাকিম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের শাহজাহান মিয়ার মেয়ে সম্পা আক্তার (২৪), শেরপুর সদরের সারোয়ার হোসেনের মেয়ে বিউটি খাতুন (২১), যশোর কোতয়ালীর আকতারুজ্জামানের মেয়ে বর্ষা খাতুন (১৯) এবং বরিশাল সদরের জহিরুল ইসলামের মেয়ে তাহসিন আক্তার মীম (২০)।
র্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান বলেন, বেস্ট এ্যাকশন সিকিউরিটি এজেন্সির একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে মঙ্গলবার (১৯ মার্চ) দুই জন চাকরি প্রত্যাশি। একজন সাকিব হোসেন। অপরজন তার পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি। তারা দুই জনেই তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাদের অফিসে ডাকেন। এর পরে তারা অফিসে গেলে তাদের কে চাকরি না দিয়ে উল্টো শারিরীক ও মানসিক নির্যাতন করেন। এছাড়া তাদের পরিবারের কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, পরে ওই ভুক্তভোগী সাকিবের বাবা ছেলেকে প্রতারক চক্রের বন্দিদশা থেকে উদ্ধার করার জন্য র্যাব-১ এর কাছে আইনী সহয়তা চান। পরে বুধবার বেলা সাড়ে ১২টায় র্যাব১, সিপিএসসি, গাজীপুর এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন রোডের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। ভিকটিম ওই দুই জন সাকিব ও ফারজানা ছাড়াও সর্বমোট ২৭ জন ভিকটিমকে প্রতারক চক্রের অফিসের বন্দিশালা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Last Updated on March 21, 2024 4:51 pm by প্রতি সময়