গায়ে হলুদের অনুষ্ঠান মানেই হইহুল্লোড়, নাচ-গান আর নানা রকমের আয়োজন। কুমিল্লার চৌদ্দগ্রামে ওইসব আয়োজন না করে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী আয়োজন। আর এই আয়োজন এর মধ্যমণি ছিল পবিত্র কুরআনের হাফেজগন। যাদের মধুর কন্ঠে গায়ে হলুদের মঞ্চ থেকে শোনা গেছে কোরআন তেলাওয়াতের সুর।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার কমলপুর গ্রামের গাজী বাড়িতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে গাজী মো. রবিউল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী আগের দিন রাতে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে কোরআন হাতে ১০ জন হাফেজ উপস্থিত হলেন।
হলুদমঞ্চে বসে তারা শুরু করেন কোরআন তেলাওয়াত। হাফেজদের মধুর কন্ঠে কোরআন তেলাওয়াতের এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যতিক্রম এ আয়োজনের ছবি। এতে প্রশংসায় ভাসেন বর রবিউলের পরিবার।
এ বিষয়ে বর গাজী মো. রবিউল হাসানের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন। তাই নাচ-গানের পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি কোরআন খতমের মাধ্যমে। ইসলামি শরিয়াহ মোতাবেক সব আয়োজন সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, আমার এ আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন। সবাই আমার সঙ্গে একমত হওয়ায় আমিও খুশি।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম