কুমিল্লার মুরাদনগর উপজেলায় গভীর রাতে ঘরের ভেতর আমেনা খাতুন (৮০) নামের আশি বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামে এঘটনা ঘটেছে।
নিহতের নাম আমেনা খাতুন। তিনি ওই গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী।
নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানান, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মায়ের নাতী সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মা। লাশ দেখে সে চিৎকার দেয়। পরে আমরা ঘরে গিয়ে এ অবস্থা দেখে পুলিশকে খবর দেই।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বলেন, হত্যাকাণ্ডটি কেন ও কী কারণে ঘটেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম