কুমিল্লা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশনের অবকাঠামো নান্দনিক করে গড়ে তুললেও যাত্রী ছাউনির দুই পাশে সিলিংয়ে লাগানো বৈদ্যুতিক পাখাগুলো দীর্ঘদিন ধরে ঘুরেনা। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে এসব রাষ্ট্রীয় সম্পদ।
গত কয়েকমাস থেকে যাত্রীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা গেছে, রেল স্টেশনের যাত্রী ছাউনির কোন পাখাই ঘুরছে না। ট্রেনের এক যাত্রী সুমাইয়া আক্তার জানান, আমি সপ্তাহে ২/৩বার ট্রেন যোগে কুমিল্লা আসা যাওয়া করি।কখনো কুমিল্লা স্টেশনে যাত্রী ছাউনির পাখাগুলো ঘুরতে দেখি নাই।
সেইভ দ্যা হিউমিনিটির চেয়ারম্যান ও কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন বলেন, বিষয়টি দুঃখ জনক। সরকার যাত্রীদের আরামের জন্য পাখাগুলো স্থাপন করেছে।দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীরা এ দায় এড়াতে পারেননা।
এ বিষয়ে লাকসাম জোন রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী কিশোর চন্দ্র বলেন, কুমিল্লা রেলওয়ে স্টেশনের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে হস্তান্তর করেন নাই।তারপরও দায়িত্বে থাকা ইলেকট্রিশিয়ান আন্তঃনগর ট্রেন আসা যাওয়ার সময় পাখাগুলো চালানার নির্দেশ রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, যাত্রী ছাউনিতে পাখাগুলো স্থাপন করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে।কেন পাখাগুলো চালানো হয়না বিষয়টি আমার জানা নেই।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম