কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে এতবারপুর বাজার সংলগ্ন এলাকায় ওই ইউনিয়নের ১,২,৬নং ওয়ার্ড বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার।
এতবারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল সাত্তার, ইউনিয়ন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার মো. আবুল হোসেন, জাহাঙ্গীর আলম জালাল ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ, বিএনপি’র প্রবাসী নেতা মো. জাহাঙ্গীর আলম।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি শাহজাহান মেম্বার, উপদেষ্টা ইসমাইল মেম্বার, বিএনপি নেতা আলী হোসেন, হাজী ইদ্রিস মিয়া, হাজী মো. আব্দুস ছাত্তার, মো. হোসেন খন্দকার, মো. জোহর আলী, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. আলম, বিএনপি নেতা ইয়াছিন প্রমুখ।
Last Updated on June 21, 2025 10:56 pm by প্রতি সময়