আবেদনের মাত্র ৫ কর্মদিবসের মধ্যে গ্রাহকের ৬ লাখ ৫১ হাজার ৭৮৯ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর হাউজিং এস্ট্রেটের ৪ নম্বর সেকশনে নিহত গ্রাহকের নমিনী নাজমা আক্তার নাজুর হাতে মৃত্যু দাবির চেক তুলে দেন চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল। এসময় চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ট্রেনিং এক্সিকিউটিভ মো. সাইফ রহমান সাকিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা ব্রাঞ্চ ম্যানেজার জেবাউল হক মিলন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা অফিসে নিজ নামে একটি বীমা পলিসি খুলেন। ওই পলিসিতে তিনি ১ লাখ ৮ হাজার টাকা জমা প্রদানের পর গত ১ আগষ্ট অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে বীমা গ্রাহক জেবাউল হক মিলনের নমিনী নাজমা আক্তার নাজু মৃত্যু দাবির বীমার টাকা পাওয়ার জন্য আবেদন করেন। তাঁর আবেদনের ৫ কর্মদিবসের মধ্যেই শনিবার মৃত্যু দাবি বাবত ৬ লাখ ৫১ হাজার ৭৮৯ টাকার চেক হস্তান্তর করে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
এসময় চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল নিহত গ্রাহকের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম