কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় একটি মার্কেটের দোকানে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সশস্ত্র ডাকাত দলের এক সদস্যকে কমিউনিটি পুলিশ ও স্থানীয় জনতার সহতায় আটকের পর লুণ্ঠিত স্বর্ণ ও অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
আটক ডাকাতদলের সদস্য কায়সার (৩০) রাজধানী ঢাকার উত্তর খানের চানপাড়া এলাকার আবুল বাসারের পুত্র।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম জানান, মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ ও থানার কমিউনিটি পুলিশের এক সদস্যসহ স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটক ডাকাত সদস্যকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি আরো বলেন, ডাকাতদল হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার প্রাক্কালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) মহাসড়কের উপর ফেলে গেলে এটির ভেতর তল্লাশি করে প্রীতি জুয়েলার্স হতে লুন্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুইটি কানের দুল, দুইটি হাতের বালা, পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারী খালী বক্স এবং ডাকাতদের ব্যবহৃত দুইটি চাপাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন এবং ভূয়া দুইটি গাড়ীর নাম্বার প্লেট উদ্ধার করা হয়। ডাকাত দলের আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীয়দের বিষয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এশার নামাজ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে নয় সদস্যের সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়লে আরেক দোকানিকে গুলি করে। খবর পেয়ে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় এক ডাকাতকে আটক করে লুণ্ঠিত স্বর্ণ এবং অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
Last Updated on February 9, 2025 7:28 pm by প্রতি সময়