কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্বাবধানে ইউনিয়ন পর্যায়ে দিন-ব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জাইকা'র সহযোগিতায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে চৌদ্দগ্রামের সকল কমিউনিটি ক্লিনিকের কমিটিদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম আজ মঙ্গলবার (২৫ জুলাই) শেষ হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈফিকুল আলম তারেক, মেডিকেল অফিসার ডাঃ আল রায়হান পাটোয়ারী।
কমিউনিটি ক্লিনিক উপজেলা ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় সমাপনী দিনে উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাঃ খাদিজা আক্তার, কাঁছিয়া পুস্করিণী ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাঃ সেলিনা আক্তার ও গাছবাড়ীয়া ক্লিনিকের হেলথকেয়ার প্রভাইডার মোসাম্মৎ তাছলিমা আক্তারসহ তিনটি কমিউনিটি ক্লিনিকের সভাপতি, জমিদাতা ছাড়াও কমিটির প্রায় অর্ধশতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম