কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণ দোকানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার অন্যতম আসামী মো. আব্দুল হাকিম জোমাদ্দার (৪৮) নামের এক ডাকাতকে মাদারীপুর থেকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মাহমুদুল হাসান।
আটক ডাকাত হাকিম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত ইউছুফ জোমাদ্দারের ছেলে।
কুমিল্লা র্যাব সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ জামে মসজিদ মার্কেটের একটি স্বর্ণ দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার আসামিদের আটকের বিষয়ে র্যাব-১১ ব্যাপক তৎপরতা শুরু করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এরমধ্যে ডাকাত দলের অন্যতম সদস্য আব্দুল হাকিমের পরিচয় শনাক্ত শেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাদারীপুর জেলার সদর থানাধীন হোটেল সার্বিক ইন্টারন্যাশনালের সামনে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মো. আব্দুল হাকিম জোমাদ্দারকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আব্দুল হাকিম চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।
হাকিমের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার র্যাবের হাতে আটক হয়।
Last Updated on February 14, 2025 9:01 pm by প্রতি সময়