কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বয়োবৃদ্ধ মা নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর এলাইস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুর জাহান বেগম (৮০)। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন আসাদুজ্জামান বাহারকে (৫০) আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিযহতের পরিবার সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান বাহার প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। শুক্রবার বিকেলে তার মা নুরজাহান বেগম ঘরে বসে ছিল। তার মানসিক ভারসাম্যহীন ছেলে আসাদুজ্জামান হঠাৎ উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন বাহারকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
Last Updated on July 5, 2024 7:54 pm by প্রতি সময়