অবশেষে কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকা ব্রীজ নির্মাণ কাজের জট খুলেছে।মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) নাজমুল হুদার হস্তক্ষেপে কাজ বন্ধ থাকা ব্রীজের লে-আউট প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলার মেটংঘর এলাকায় এ ব্রীজ নির্মানে সরকারি জায়গা পরিমাপ করে স্থানীয়দের জায়গা বুঝিয়ে দেন এসিল্যান্ড নাজমুল হুদা।
জানা যায়, মেটংঘর শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কের প্রবেশপথ মেটংঘর এলাকায় ব্রীজ নির্মাণে জমি সংক্রান্ত জটিলতার কারণে লে-আউট দেয়া হয়নি। এ নিয়ে দীর্ঘদিন প্রচেষ্টার পরও কোন সমাধান খুঁজে পাচ্ছিল না প্রকৌশল অফিস। পরে বিষয়টি মুরাদনগরের এসিল্যান্ড নাজমুল হুদা অবগত হলে সোমবার বিকেলে তিনি সরেজমিনে পরিদর্শন করে সকল অংশীজনের সাথে আলোচনা করে জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করেন।
পরে ব্রিজের লে-আউট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব মোঃ রায়হানুল আলম চৌধুরী, উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব মোঃ সেলিম, এসআই ফারুক,আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শিমুল বিল্লাল প্রমুখ।
Last Updated on March 20, 2023 11:15 pm by প্রতি সময়