কুমিল্লা নগরীতে গুনগত মান নির্নয় না করেই অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই'র ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) নগরীর বাঁগিচাগাও এলাকায় ঝুঁকিপূর্ণ ও বিপদজনক পরিবেশে ফায়ার এক্সটিনগুইশার (অগ্নি নির্বাপক যন্ত্র) রিফিলিংয়ের অপরাধে বিএসটিআই'র ভ্রাম্যমান আদালত নিউ গোমতি ফায়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া সাত দিনের মধ্যে ঔই প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ রিফিলিং প্রতিষ্ঠানটি সরিয়ে নেবার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কানিজ ফাতেমা।
বিএসটিআই কুমিল্লা অফিস প্রধান কেএম হানিফ জানান, বিএসটিআই হতে গুণগতমান পরীক্ষন ব্যতিরেকে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানটি অগ্নি নির্বাপক যন্ত্র উৎপাদন ও বিক্রয় করে আসছিল। অনভিজ্ঞ ও অদক্ষ লোক দ্বারা রিফলিং প্রক্রিয়া সম্পন্ন করার অপরাধে কুমিল্লা নগরীর বাঁগিচাগাও ফায়ার সার্ভিস স্টেশন রোডে মেসার্স নিউ গোমতি ফায়ার টেকনোলজিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উৎপাদন বন্ধ রেখে সাত দিনের মধ্যে পণ্য সামগ্রী অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে নির্দেশ প্রদান করেন।
সাত দিন পর কারখানাটি পরিদর্শন করে রিপোর্ট প্রদানের জন্য বিএসটিআইকে নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল।
এসময় বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম