বৃষ্টি হলেই পুরো মাদরাসা মাঠ জুড়ে থই থই পানি। সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক, শিক্ষার্থী এবং মাদরাসায় আগত অভিভাবকদের। এমন চিত্র দেখা যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাদরাসার পিছু ছাড়ছে না জলাবদ্ধতা।
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন এবং খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষকরা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্য বাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা।মাদরাসাটি ১৯৫৬সালে প্রতিষ্ঠা করা হয়। মাদরাসার পাশেই রয়েছে সড়ক, পুকুর ও বাজার। সড়ক ও বাজার থেকে মাদরাসা মাঠটি কয়েক ফুট নিচু। মাঠ নিচু হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে জমে যায় পানি। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বারান্দা দিয়ে চলাচল করতে হয়। আবার হাঁটু পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.ছানা উল্লাহ বশারী বলেন, সড়ক ও বাজারের পানি এসে পুকুর এবং মাদরাসার মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তবে মাদরাসার মাঠ উঁচু না করা হলে ভোগান্তি নানামুখি রুপ নিচ্ছে।পাশাপাশি মাঠের পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই দ্রুত পানি নিষ্কাশন এবং মাদরাসা মাঠ ভরাটের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, গত কয়েক বছর থেকে আমরা বিষয়টি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে অবগত/আবেদন করেও কোন সমাধান পাচ্ছি না।তাই তিনি সমস্যাটির স্থায়ী সমাধান প্রত্যাশা করেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বলেছি।তাদের রিপোর্টের আলোকে বরাদ্দ আসা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Last Updated on July 8, 2025 2:30 pm by প্রতি সময়