বাংলাদেশ স্কাউটস’র আয়োজনে ৭ম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) ২০২৫ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার ও গার্ল-ইন-রোভারসহ দুইটি ইউনিট অংশগ্রহণ করে সপ্তাহব্যাপি বিভিন্ন চ্যালেঞ্জ-বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকাসহ সেরা স্থান অর্জন করে। এ ছাড়া ও ইয়ূথ পার্লামেন্টের মূলমঞ্চে কেন্দ্রীয় বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা চূড়ান্ত পর্বের বিতর্কের জন্য মনোনীত হয়।
রবিবার গৌরব পতাকা ও সম্মাননা স্বারক প্রাপ্তির পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এওয়ার্ড প্রাপ্ত ও রোভার অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের এলটি, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি আনন্দঘন পরিবেশে মিলিত হন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এ অর্জনে আবুল খায়ের বলেন, গৌরব ও ঐতিহ্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এই কমডেকায় তাদের এই অর্জনে আমি অভিভূত, কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আগামী দিনেও স্কাউট আন্দোলনে তথা যোগ্য সুনাগরিক তৈরিতে আগ্রনী ভূমিকা রাখবে।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি অভিনন্দন জানিয়ে বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই অর্জন কুমিল্লা জেলা রোভারকে সমৃদ্ধ ও আলোকিত করেছে, এই অর্জনের অংশীদার ভিক্টোরিয়া কলেজ পরিবার তথা গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, গ্রুপ সম্পাদকও রোভার স্কাউট লিডার গোলাম জিলানী ও সহকারী রোভার স্কাউট লিডার মু. খালেদ সাইফুল্লাহ, সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা ও গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌসসহ রোভারবৃন্দের।
Last Updated on February 23, 2025 8:58 pm by প্রতি সময়