গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
দীন কায়েমের ডাক এসেছে
বসে থাকার সময় নাই।
জেগেছে বীর জনতা
কায়েম করতে খোদার হুকুমত।
আকাশ বাতাসে ওড়াব কালেমার নিশান
মুক্ত কণ্ঠে গাইব সবাই ইসলামের গান।
জুলুমের আঁধার কেটে
উঠেছে রঙিন প্রভাত।
ছোট বড় ভেদাভেদ ভুলে আমরা সবাই
সাম্য, শান্তি, সম্প্রীতি হবে সবার অধিকার।
সবার জন্য নতুন খুশি
কেউ রবে না বেকার আর গৃহহীন।
দিকে দিকে জাগরণের পড়েছে সাড়া
ভাই-বোনেরা সবাই এবার কোমর বেঁধে দাঁড়া।
নাইরে মনে দ্বিধা-দ্বন্দ্ব নাইরে ডর ভয়
চারদিকে আজ শোর উঠেছে আল্লাহু আকবর।
Last Updated on January 20, 2025 8:26 pm by প্রতি সময়