আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহর কাছে দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে এ দিনটিকে করে তুলেছে মহিমান্বিত। আর আজকের তাৎপর্যপূর্ণ এই দিনে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ঢল।
রমজান মাসের শেষ শুক্রবার (২৮ মার্চ) পবিত্র জুমাতুল বিদার এই দিনে নামাজের আগেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুমিল্লার অধিকাংশ মসজিদ।
রমজান মাসের শেষ জুম্মায় প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কুমিল্লা জেলার প্রায় প্রতিটি মসজিদেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
নাজাত দশকের শেষ শুক্রবার জুম্মাতুল বিদা রমজান মাসে আখেরী বা শেষ জুম্মার নামাজে শহরের কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, শাহ্ আব্দুল্লাহ গাজীপুরি (দারোগাবাড়ী), চকবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, ছাতি পট্টি জামে মসজিদ, গর্জনখোলা জামে মসজিদ, ছোটরা জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, কালিয়াজুরি জামে মসজিদ, শাহপুর দরবার শরীফ জামে মসজিদ,ছোবহানিয়া জামে মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আনন্দপুর পশ্চিম পাড়া শাহ্ সালাম জামে মসজিদ , কালিকাপুর বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের কাতার কানায় কানায় পরিপূর্ণ। অনেক মুসল্লিরা মসজিদে জায়গা না পেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সড়কে। মুসল্লিদের নামাজের কাতার সড়কে চলে আসে। ওই দিন যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুম্মার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জুম্মাতুল বিদায় মসজিদে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবাহ পাঠ করা হয়। জাকাত আদায়ের ওপর গুরুত্বারোপ করে ঈমান নিয়ে চলার উপর বয়ান করেন মসজিদের ইমাম ও খতিব গন। নামাজ শেষে মৃত, অসুস্থ সহ দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি – সমৃদ্ধি, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম ভাই,বোনদের রক্ষা ও বিজয় কামনায় মোনাজাত করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেছে এই বরকতময় রমজানকে উসিলা করে যেন সকল মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দেন।
Last Updated on March 28, 2025 11:48 pm by প্রতি সময়