কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জোড়া খুনের মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড ও সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
জোড়া খুনের শিকার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের গিয়াস উদ্দিন ও মোঃ জামাল হোসেন সম্পর্কে আপন চাচাতো জ্যেঠাতো ভাই।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মোঃ হাজী আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা, মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন, হাজী আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন, মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মোঃ মামুন, মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ বাবুল ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীর মৃত জুনাব আলীর ছেলে হায়দার আলী, হাজী আব্দুর রহিমের ছেলে আঃ মান্নান, মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন, মৃত আঃ খালেকের ছেলে আবুল বাশার, মৃত আঃ রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আঃ খালেকের ছেলে আঃ কাদের ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস।
কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের গিয়াস উদ্দিন ও মোঃ জামাল হোসেনকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ১২ আগস্ট রাত অনুমান সোয়া ৮টার দিকে গ্রামের জামতলায় ভাই ভাই স্টোর নামে একটি দোকানে প্রবেশ করে উল্লেখিত দন্ডপ্রাপ্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোঃ গিয়াসউদ্দিনকে এবং পরে জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার পর আদালতে বিচার কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষে ১১জন এবং আসামি পক্ষে দুজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় প্রদান করেন।
Last Updated on July 15, 2024 5:27 pm by প্রতি সময়