বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন মাভাবিপ্রবিতে বেড়েছে ৩০ আসন‌ চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার

টাউনহলের মুক্তমঞ্চে প্রতিবিম্বের মনোমুগ্ধকর ঈদোত্তর সংগীত ও নাট্য প্রদর্শনী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১১ দেখা হয়েছে

ঈদের আনন্দের রেশ না কাটতেই কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর ঈদোত্তর সংগীত ও নাট্য প্রদর্শনী। ঈদের ছুটির পর আরেকটি ছুটির দিনের সন্ধ্যায় এরকম উন্মুক্ত আয়োজন বিনোদন পিপাসু হাজারো মানুষকে দিয়েছে ভিন্নমাত্রার আনন্দ।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবিম্ব থিয়েটার, কুমিল্লা এই মনোমুগ্ধকর আয়োজন করে। হাজারো দর্শক সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত প্রতিবিম্ব শিল্পীদের কণ্ঠে আধুনিক ও লোকজ বিভিন্ন গান ও সবশেষে বিশিষ্ট নাট্যকার মমতাজ উদ্দিনের লেখা ‘কেস’ নাটকটি উপভোগ করেন।

 

প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি বিশিষ্ট অভিনয় শিল্পী, আলোকচিত্রী, সাংবাদিক ও নাট্যগুরু উপাধিপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরীর ভিন্নধারার উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে নগরীর সাংস্কতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের শুভেচ্ছা কথামালা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অধ্যাপক সমীর মজুমদার, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও সে তুমি আমি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাদিক মামুন, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের পরিচালক আল আমিন, যাত্রিক নাট্য গোষ্ঠীর মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. অধ্যাপক আলী হোসেন চৌধুরী, কুমিল্লা কালচার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, কমরেড আনোয়ার হোসেন, অধুনা থিয়েটারের অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, আবৃতি  শিল্পী কবি কাজী মাহাতাব সুমন, নৃত্যম এর পরিচালক  জাহিদুর রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবিম্বের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এরমধ্যে গান পরিবেশন করেন মহসীন আরিফ, ইলিয়াস গনি, নীপা সরকার, সুলক্ষনা চন্দ, আশিক ও শাহজাহান চৌধুরী। নৃত্য পরিবেশন করেন নূহা, শুভার্থী ও নঈম। যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে জনি, অক্টোপ্যাডে খোকন ও তবলায় সত্য। পরে মমতাজ উদ্দিন রচিত ও মাহফজুর রহমান বাবুল নির্দেশিত কেস নাটকটি পরিবেশিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বাবুল, বিশাত, নীহা, হাফিজ ও নেপথ্যে ছিলেন এনাম। ২০ মিনিটের এ নাটিকাটি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রতিবিম্বের শিল্পী কলাকুশুলীরা কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনদের সঙ্গে ফটোসেশনে মিলিত হন। প্রতিবিম্ব থিয়েটারের এধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নতুন বার্তা বলে মনে করছেন জেলার বিশিষ্টজনরা।

Last Updated on April 29, 2023 5:42 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102