কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বৈশাখ অবগাহন'-১৪৩১ জোটভুক্ত সংগঠনের অংশগ্রহণে সৃজনশীল ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আগামী ২১ বৈশাখ, ৪ মে বিকেল থেকে কুমিল্লা টাউন হল মিলনায়তনে পরিবেশিত হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে নগর উদ্যান সংলগ্ন রানির কুটির পাদদেশের পরিবর্তে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ মে) রাত আটটায় বৈশাখ অবগাহন উদযাপন পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের বিগতদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানগুলোর ধারাবাহিকতার আলোকে আগামী ৪ মে, ২১ বৈশাখের অনুষ্ঠানটি আরও বর্ণময় করে পরিবেশনের লক্ষ্যে ‘বৈশাখ অবগাহন'-১৪৩১ উদযাপন কমিটির সদস্যরা কাজ করে যাচ্ছে।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এবং বৈশাখ অবগাহন-১৪৩১ উদযাপন কমিটির আহ্বায়ক জমির উদ্দিন খান জম্পি, সদস্য সচিব সাদিক মামুন ও সমন্বয়ক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম