জাতি গঠন, সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে। শিক্ষকতা পেশা অত্যন্ত সম্মান, মর্যাদা ও গৌরবের। শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার।
এই আত্মোপলব্ধি থেকে টানা চৌদ্দ বছর কুমিল্লা গণিত ক্লাব বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সম্মাননা দিয়ে আসছে।
এবারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫২ জন নারী শিক্ষককে সম্মাননা দিয়েছে কুমিল্লা গণিত ক্লাব। এছাড়া দুই গুণী শিক্ষককে আজীবন শিক্ষক সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে ওই সম্মাননা অনুষ্ঠান হয়।
কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমীর আলী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুন্নাহার, একই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক।
অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছেরকে আজীবন শিক্ষক সম্মাননা দেওয়া হয়। তাঁদের ১০ হাজার টাকা করে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইদা নূর খান, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের চীফ ইনস্ট্রাক্টর হাসনাত রেহানা।
অনুষ্ঠানে ৫২ জন নারী শিক্ষককে মেডেল ও সনদ দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, সহকারী অধ্যাপক নাহিদা বেগম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বিভাগীয় প্রধান ফেরদৌস জাহান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. নয়ন তারা, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, গণিত বিভাগের প্রভাষক তাহিয়া তাজিন, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ মিতা সফিনাজ, আনন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ উম্মে নাসরিন নূর, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কালিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, কাবিলা হাজী জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমা, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদা রহমান, বরুড়া উপজেলার সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা আখতার, কুমিল্লা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক মিষ্টি দাস, ফরিদা বিদ্যায়তনের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গোপা রানী লোধ, শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গৌরি দাস, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মণি দীপা চৌধুরী, চৌদ্দগ্রামের প্রতাপপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মমতা আলম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সহকারী শিক্ষক মোসাম্মৎ নিলুফা বেগম, তালপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা মলিক, বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, ছোটরা মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আখতার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইদা নুর খান, প্রভাষক কাজী আপন তিবরানী, কুমিল্লা মডার্ন হাইস্কুলের সহকারী শিক্ষক রঞ্জিতা গুহ, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক রিক্তা বড়ুয়া, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালমা বেগম, এথনিকা স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নার্গিস সুলতানা, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহফুজা বেগম, বরুড়া উপজেলার একবাড়িয়া হাফিজ আহমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবাইয়া সুলতানা, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি রানী বিশ্বাস, মাঝিগাছা আখতারুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোসাম্মৎ মমতা আক্তার, সদর দক্ষিণ উপজেলার শীষপুর হাজী রাজা মিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, লালমাই সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুলতানা পারভীন দিপালী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম মিলি, ইংরেজি বিভাগের প্রভাষক শারমিন জাহান, কুমিল্লা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রীতা চক্রবর্তী, চৌদ্দগ্রামের আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন লাভলী, হোমনার রেহানা মজিদ মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার, আবুল কালাম মজুমদার মহিলা কলেজের জীববিজ্ঞানের প্রভাষক আফরোজা নার্গিস, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আফরোজ, একই কলেজের চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ, বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহরুবা হক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার সুলতানা, আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক রীনা মারীয়া কস্তা, ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুমা সুলতানা, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াংকা মজুমদার।
Last Updated on October 5, 2023 11:53 pm by প্রতি সময়