কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, কর্মজীবনে প্রবেশ করতে হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করতে হবে। এজন্য প্রচুর পড়তে হবে। গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। লেখালেখি করতে হবে। ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। তাই টেকসই কর্মজীবনের জন্য নিজেকে যোগ্য করার উপায় বের করতে হবে। বিশ্বায়নের দিকে নজর রাখতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপাচার্য এ এফ এম আবদুল মঈন আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে। বিভিন্ন র্যাংকিং এ এগিয়ে যাচ্ছে। আমরা এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে চাই। এটা করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। পড়াশোনা করতে হবে। গবেষণা ও জার্নালে লেখালেখি করতে হবে। দেশের ব্যাংকিং সেক্টর, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে এখন চাকরির সুযোগ আছে। এই খাতে চাকরি করতে হলে মৌলিক ধারণা থাকতে হবে। আজকাল শুধু সার্টিফিকেট দিয়ে ,ভালো ফল করে চাকরি পাওয়া সম্ভব নয়। নিজেদের দক্ষ না করলে চাকরির বাজারে ক্যারিয়ার গঠন করা সম্ভব নয়।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সুতপা চৌধুরীর সভাপতি তিনি সেমিনারে 'ওয়ে টু কোয়ালিটি ইউরসেলফ ফর এ সাসটেনেবল ক্যারিয়ার’ বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পিন্টু কুমার দে ও আইডিএলসির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট শাখার ব্যবস্থাপক ফয়সাল হাসান।
সেমিনারে কো অডিনেটর ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা তমা সাহা। সেমিনারে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম