কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নয়ন (২৩) নামে এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ভিটা ওয়ার্ল্ডের সামনের ডিমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার নয়ন বগুড়া জেলার সদর এলাকার এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় কাভার্ডভ্যান হেলপার নয়ন বিকল হওয়া কাভার্ডভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম