কুমিল্লা নগরীর রেইসকোর্সে নিজ বাসায় হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যা মামলার মূল আসামী সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া পাপ্পুর স্ত্রী ও দুই ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে ঘটনার দিন পাপ্পুকে গ্রেফতার করা হয়। এনিয়ে ডা. জহির হত্যা মামলার ৫ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলেন- সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পু, তার স্ত্রী রোকসানা আলম সুমি এবং দুই ছেলে আরহাম আজিজ ও আহনাফ আজিজ।
বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
রাজেশ বড়ুয়া বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় তিন আসামিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডস্থ হাজীপাড়া থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনার দিন হামলার মূলহোতা সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া পাপ্পুকে রেইসকোর্স থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।
এদিকে ডা. জহিরের ওপর হামলার ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা মামলার ৫ নম্বর আসামি নির্মাণ প্রতিষ্ঠান গোল্ড সিলভার হোমস ও সিলভার ডেভেলপারসের চেয়ারম্যান ফারুক আহমেদ ওরফে সিলভার ফারুক পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার (২১) অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্সে শাপলা টাওয়ারে ডা. জহিরুল হকের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ৫ জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নিহত চিকিৎসকের স্ত্রী ফারহান আফরিন হিমি।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম