রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি বাস্তবায়ন ও সমস্যা সমাধানে আইডিইবি কুমিল্লা নেতৃবৃন্দের আহ্বান

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭৮ দেখা হয়েছে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে এর বাস্তবায়ন ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন ।

 

শনিবার বেলা ১১ টায় কুমিল্লা নিউমার্কেট ভবনে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ।

 

কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

এ ধরনের জাতি বিনাশী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এদেশের কারিগরি আমলাদের অব্যাহত ষড়যন্ত্র ও বাধার কারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য পেশাগত সমস্যা দীর্ঘ এক যুগ ও বাস্তবায়ন হয় নাই।

 

সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমানের মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন,
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৩৩% থেকে ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীর ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এ সংযোজিত জনস্বার্থ পরিপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের মূল্যায়নকর ধারা উপধারাসমূহ সদনপূর্বক চূড়ান্ত গেজেট প্রকাশ সহ চার দফা দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ১২ থেকে ১৮ মে আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সব পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ। ১৯ থেকে ২৩ মে জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দফতরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৭ মে জেলা শাখার উদ্যোগে ছাত্র-শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইডিইবি কুমিল্লা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আলেক হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ গোলাম জিলানী, প্রকৌশলী মোঃ রোকন উদ্দিন খন্দকার, প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, প্রকৌশলী জসীম উদ্দীন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, প্রকৌশলী মোঃ আব্দুল মতিন প্রমুখ।

Last Updated on May 11, 2024 7:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102