আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের (২০২৩-২০২৪) আয়োজনে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী কার্যালয়ে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (রিপন)।
বিশেষ অতিথি ছিলেন ট্রেনিং সেন্টারের উপদেষ্টা মো. মনির হোসেন (মুন্না)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মো. ইমাম হোসেন (ইমন), সাংবাদিক মেরিনা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্য মো. জাহাঙ্গীর আলম, আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার পরিচালক মো. আমিনুল ইসলাম বুলবুল, ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়ের পরিচালক ইয়াছমিন আক্তার।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাহদী হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিগণ বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সেবায় অবদান কম নয়।
বক্তারা, সনদ গ্রহণকারী প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Last Updated on March 30, 2024 7:42 pm by প্রতি সময়