‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এ দিবস উদযাপন করা হয়।
রোববার (১০ মার্চ ) দিবসের কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কর্মসূচি বাস্তবায়ন করে সিপিপি। এনজিও সুশীলন ও মানব সেবা সংস্থা কর্মসূচিতে অংশ গ্রহণ করে। বেলা ১০টায় উপজেলা সিপিপি কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. রফিক সাদী, সুুশীলন কর্মকর্তা আব্দুল ফাত্তাহ, সাগর রায়, সিপিপি উপজেলা সহ টিম লিডার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম লিডার আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম মাস্টার, মো. হাফেজ প্রমুখ।
Last Updated on March 13, 2024 5:34 am by প্রতি সময়