রুবেল মিয়া ও সুন্দর আলী একই এলাকার সমবয়সী দুই বন্ধু। স্থানীয় বাস্তুহারা মানুষদের জন্য দান করা জায়গায় গড়ে ওঠা বস্তির দখল পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় দুই বন্ধুর একজন রুবেল মিয়া। আর এ ঘটনাকে কেন্দ্র করেই বন্ধুত্বের জায়গা থেকে বিশ্বাসঘাতকতার রুপ ধারণ করে সুন্দর আলী (২৭)। পরিকল্পিতভাবে বন্ধু রুবেল মিয়াকে (২৮) ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এমন অভিযোগ নিহত রুবেল মিয়ার পরিবারের।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর এলাকায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত রুবেল মিয়া গাজীপুরের বাস্তুহারা এলাকার মৃত আলী মিয়ার ছেলে। আটকরা হলেন, একই এলাকার জয়নাল মিয়া ও তার ছেলে সুন্দর আলী।
স্থানীয়রা জানায়, প্রায় ৪০ বছর আগে বিনিয়োগ বোর্ডের প্রয়াত চেয়ারম্যান মশিউর রহমান বুলবুল স্থানীয় বাস্তুহারা মানুষদের জন্য একটি জায়গা দান করেন। পরে ওই জায়গার নাম দেওয়া হয় গাজীপুর বাস্তুহারা। সেখানে ২০টি ভূমিহীন পরিবার বসতি গড়েন। ওই বস্তিতে থাকতেন মৃত আলী মিয়ার ছেলে রুবেল মিয়া।
২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বস্তিটি দখল নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। কিন্তু বস্তি দখলে বাধা হয়ে দাঁড়ায় ওই বস্তিরই প্রতিবাদী যুবক রুবেল মিয়া।
স্থানীয়দের ধারণা বস্তি দখলের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে রুবেলকে হত্যা করা হতে পারে।
নিহত রুবেল মিয়ার পরিবারের অভিযোগ, একই এলাকার জয়নালের ছেলে সুন্দর আলীর সঙ্গে রুবেলের বন্ধুত্ব ছিল। শুক্রবার সন্ধ্যায় সুন্দর আলী খবর দিয়ে তাদের বাড়িতে রুবেলকে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রুবেলকে হত্যা করা হয়।
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, রুবেলের সঙ্গে সুন্দর আলীর বন্ধুত্ব ছিল বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে এটি এখনো জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
Last Updated on April 6, 2025 12:32 am by প্রতি সময়