শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের নজরদারিতেও কুমিল্লায় দৌরাত্ম্য থামছে না ফসলি জমির মাটি খেকোদের  ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা

তিতাসে বাকিতে সিগারেট না পেয়ে দোকানি খুনের প্রধান আসামি আটক

নেকবর হোসেন ও মোহাম্মদ আলী শাহিন
  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২০ দেখা হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে বাকিতে সিগারেট বিক্রি না করায় দোকানি মানিক মিয়াকে খুনের ঘটনায় আসামি বাহাউদ্দিনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। আটক বাহাউদ্দিন ওই গ্রামের নায়েব আলীর ছেলে।

 

শুক্রবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার জগতপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দুপুরে কানাইনগর গ্রামের দোকানদার মানিক মিয়াকে ছুরিকাঘাতে খুন করার ঘটনায় একই গ্রামের বাহাউদ্দিন ও তার ভাই জালাল উদ্দিন সহ চারজনকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার ভোরে প্রধান আসামি বাহাউদ্দিনকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কানাইনগর গ্রামে মানিকের দোকানে একই গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন সিগারেটের জন্য যায়। মানিক বাকিতে সিগারেট না দিতে চাইলে একপর্যায়ে মানিক ও বাহাউদ্দিনের মধ্যে বাকবিতন্ডা হয়।

 

ওই সময় মানিকের দোকানে ফ্রিজের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাহাউদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে সে বাড়িতে এসে তার ভাই জালালসহ ৩/৪ জনকে সঙ্গে নিয়ে মানিকের উপর হামলা চালায় এবং মানিক কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Last Updated on March 22, 2024 7:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102