রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

তিনি দেশে নেই, কিন্তু অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি !

মো. দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৯ দেখা হয়েছে

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনিকে দলীয় বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যায় না বলে অভিযোগ উঠেছে দলের ভিতর থেকে। অথচ প্রায় প্রতিটি অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে তার নাম থাকা যেন বাধ্যতামূলক। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদেরকে বিব্রতবোধ করতেও দেখা যায়। এসব অনুষ্ঠানের ‘গায়েবী বিশেষ অতিথি’ মঞ্জুরুল করিম রনিকে নিয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরাও সমালোচনায় মুখর।

গাছা থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের ব্যানারে মোটা অক্ষরেই ‘বিশেষ অতিথি- মঞ্জুরুল করিম রনি’ লেখা দেখা যায়। সোমবার নগরীর কোনা বাড়ি থানা বিএনপি ও মঙ্গলবার বাসন থানা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। এ দুটি অনুষ্ঠানের ব্যানারেও রনি বিশেষ অতিথি ছিলেন। অথচ এসব কোন অনুষ্ঠানেই ভার্চুয়ালি তার অংশগ্রহণ ছিলো না।

গাজীপুর মহানগর বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে রনির দীর্ঘ দিন যাবতই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বর্তমানে রনি কোথায় আছেন তা জানেন না দলের অধিকাংশ নেতাকর্মী। বিগত দিনেও গাজীপুরে দু’একটি অনুষ্ঠান ছাড়া অধিকাংশ কর্মসূচিতে রনি ছিলেন অনুপস্থিত। তবুও প্রায় প্রতিটি অনুষ্ঠানের ব্যানারে তার নাম রাখা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।

গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা কর্মী ক্ষোভ ও আফসোস প্রকাশ করে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের পুত্র হওয়ার সুবাধে মঞ্জুরুল করিম রনি সরাসরি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন। এর আগে দলে তার প্রাথমিক সদস্য পদও ছিলো না। প্রায় এক বছর আগে মহানগর বিএনপির বর্তমান কমিটি গঠন হলেও রনি দু-একটি বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া বিগত দিনে তাকে গাজীপুরে দেখা যায়নি। থাকেন ঢাকায় অথবা বিদেশে। বর্তমানে দীর্ঘ দিন যাবত তিনি দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। অথচ মহানগর বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার নাম লেখা থাকে। এসব নিয়ে সাধারণ মানুষও হাসাহাসি করে। সরকারি দলের নেতারা রনির কারণে আমাদেরকে নিয়ে টল করে। আমরা মানুষের হাস্যরসে পরিণত হচ্ছি।

এদিকে এসব সমালোচনার প্রেক্ষিতে গাছা থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে মঞ্জুরুল করিম রনির অবস্থান পরিষ্কার করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর মহানগর বিএনপির একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেলেও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। যে কারণে দলের নেতাকর্মীরা অনেকেই সরকার বিরোধী আন্দোলনে মনোবল হারাচ্ছেন। তা ছাড়া বিদেশে থেকেও দলীয় একাধিক অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি থাকায় দলের নেতাকর্মীদের মাঝে বিষয়টি যেমন হাসির খোরাকে পরিণত হয়েছে তেমনি অনেকেই সমালোচনার চোখেও দেখছেন।

Last Updated on March 27, 2024 6:07 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102