বাংলাদেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করে তিনজনের দেহেই মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। প্রায় তিন বছর বিরতি দিয়ে করোনার চোখ রাঙানি শুরু হয়েছে।
রোববার (৮ জুন) করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে হু হু করে বাড়ছে করোনা। দেশটিতেগত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু
হয়েছে।
করোনার প্রকোপ বাড়তে থাকায় ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
# অনলাইন ডেস্ক। ৯ জুন। ২০২৫। জাতীয়।
Last Updated on June 9, 2025 12:09 pm by প্রতি সময়