তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। রোদের তীব্রতায় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ চরমে।
তাপদাহের এই সময়ে কুমিল্লা নগরীতে সাধারণ পথচারী ও নিম্নআয়ের অন্তত পাঁচ শতাধিক মানুষকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এ কার্যক্রম পরিচালিত হয়। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের মাঝে খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন মানবিক উদ্যোগের সঙ্গে জড়িত থাকা তরুণ সমাজকর্মী আরিফ জামান, জাবের হোসেন প্রমুখ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক চৌধুরী টিপু বলেন, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশিরভাগই জরুরি কাজেই বের হয়েছেন। প্রচণ্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে।জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম