কুমিল্লার দাউদকান্দিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধরাশায়ী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আশরাফুন নাহার।
নির্বাচিত চেয়ারম্যান হলেন-বারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো.মাজহারুল ইসলাম( মানিক সওদাগর) ৫৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টেলিফোনে প্রতীকে সুমন মিয়া( শফিউল বাশার সুমন মিয়া) ২৮০৭ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
Last Updated on March 16, 2023 9:25 pm by প্রতি সময়