কুমিল্লার দাউদকান্দিতে লেগুনা থেকে নামিয়ে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মো.মোজাম্মেল হক জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
গ্রেফতাররা হলো- দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে আকাশ, আলম ড্রাইভারের ছেলে মো. সবুজ সরকার, সুরুজ মিয়ার ছেলে মেহেদী হাসান এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দানিখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. হৃদয় মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে নাকফুল মেরামত করার জন্য দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ১৪ বছর বয়সী মেয়েকে স্বর্ণকারের দোকানে পাঠায় তার মা। নাকফুল মেরামত করে বাড়িতে ফেরার সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনুমানিক সাড়ে ৭টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ড হতে শহীদনগরগামী লেগুনা গাড়িতে উঠে ওই কিশোরী। গাড়ির ড্রাইভার আকাশসহ যাত্রীবেশে সবুজ ও হৃদয় ছিল। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর স্টেশনের একটু আগে সোনালী আঁশ নামক জুট মেইলের পূর্ব দিকে রাস্তার পাশে গাড়িটি থামলে আকাশ এবং সবুজ ওই কিশোরীকে মুখ চেপে ও হাত পা ধরে লেগুনা গাড়ি থেকে নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে হৃদয় ও মেহেদীসহ আরো অজ্ঞাতনামা দুইজন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য ভয় ভীতি দেখায় কিশোরীকে। ঘটনার দুইদিন পর কিশোরীর মুখ থেকে বিষয়টি জানতে পেরে তার মা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।
Last Updated on September 21, 2023 9:32 pm by প্রতি সময়