কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ‘স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মুহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.তৌহিদ আল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,এফ,এম রকিবুল হাসান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ,কে,এম ফজলুল হক, জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার প্রমুখ।
Last Updated on March 21, 2023 10:41 pm by প্রতি সময়