বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে শুক্রবার (১৭ মার্চ) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী,দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি)মুহাম্মদ আলমগীর ভূঞা,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.আফসার হোসেন খন্দকার , উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম ফজলুল হক,উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়সহ উপজেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জাতীয় শিশু সমাবেশের আয়োজন করা হয়েছে।এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
Last Updated on March 17, 2023 7:49 pm by প্রতি সময়