বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০মে) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার ও পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরীর সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইঁয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব হোসেন হিরণ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার, কামাল হোসেন সরকার প্রমুখ।
Last Updated on May 30, 2025 11:51 pm by প্রতি সময়