কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ সমাজ কেন্দ্রীক মক্তবের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২১মার্চ) উপজেলার কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.শাহিন আলম দিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী বশির উল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, অ্যাডভোকেট নুরুন্নবী, ফেরদৌস রহমান ও রাজু প্রধান ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার এএসআই শেখ সাইফুল ইসলাম, এএসআই মো.উজ্জল হোসেন, এএসআই বিল্লাল হোসেন, রুহুল আমিন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত মুসুল্লিদের মাঝে মেসওয়াক ও রুমাল উপহার হিসেবে প্রদান করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম