বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ ( দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার কমিশনার গাজীউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.জহিরুল আলম, বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলার সাবেক কমিশনার মেজবাহ উদ্দিন পাশা,সাবেক সহকারী কমিশনার বাসুদেব ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রুজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক, দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।
Last Updated on February 11, 2023 8:48 pm by প্রতি সময়