কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘স্বদেশ ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা দুই লাখ টাকা জরিমানা গুনলো।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় অবস্থিত স্বদেশ ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম