কুমিল্লা নগরজুড়ে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ছবি। জিয়া ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে প্রায় দেড়যুগ পর কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে সাজানো হয়। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে উঠে বিএনপির দলীয় সংগীত তথা দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’।
শুক্রবার (২৯ নভেম্বর) জিয়া ক্রিকেট টুর্নামেন্টের কুমিল্লা বিভাগীয় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত ও বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচের পর্দা উঠে।
আয়োজিত ওই টুর্নামেন্টে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলা নিয়ে গঠিত লাল লাল এবং কুমিল্লা দক্ষিণ ও মহানগরের খেলোয়াড়দের নিয়ে গঠিত সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্বোধনী ম্যাচে ৪ উইকেটে জয় পায় লাল দল।
পরে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা৷ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,বিএনপি নেতা নিজাম উদ্দিন কাউসার এবং কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Last Updated on November 29, 2024 8:59 pm by প্রতি সময়