ছাত্রলীগ ও যুবলীগের উত্তেজনার জের ধরে কুমিল্লার দেবিদ্বারের চাঁনপুরে একটি হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ মালামাল লুটের ঘটনায় দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা মামলায় দেবিদ্বারের ফতেহাবাদ ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
রবিবার (২০ আগষ্ট) কুমিল্লার দ্রুত বিচার আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। আসামিরা হলেন- ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান, কাজী বিল্লাল, কাজী হেলাল, জয়দল হোসেন, শাহিন ইসলাম, জহিরুল ইসলাম, দিদারুল আলম ফয়েজ, গাফফার ও মামুন।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট কাজী নাজমুল হক নিজাম জানান, গত ২০ মে ছাত্রলীগ ও যুবলীগের উত্তেজনার জের ধরে দেবিদ্বারের চাঁনপুরে পরিমল সরকারের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় আসামিরা। পরে ওই পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার ট্রাইবুনালে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মামলার বাদী পরিমল সরকার বলেন, হামলার ইন্ধনদাতা ও মূলহোতা ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তার নির্দেশে ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট করা হয়৷
Last Updated on August 20, 2023 7:35 pm by প্রতি সময়